সুষ্ঠু নির্বাচনের জন্য ভিসানীতিতে কঠোরতা থাকবে: মার্কিন প্রেস সেক্রেটারি

|

মার্কিন প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ-পিয়েরে। ছবি: সংগৃহীত

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে দেয়া ৬ কংগ্রেসম্যানের চিঠির বিষয়ে প্রশ্নে মার্কিন প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ-পিয়েরে জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে আগে থেকেই উদ্বেগ আছে। সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে ভিসানীতিতে কঠোর থাকবে তার দেশ।

হোয়াইট হাউসে মার্কিন প্রেস সেক্রেটারির নিয়মিত ব্রিফিংয়ে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কৌশলগত যোগাযোগের সমন্বয়ক জন কার্বি বলেন, আমরা আগেও বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে বাংলাদেশের ওপর দেয়া ভিসানীতি কঠোরভাবেই পালন করা হবে।

জন কার্বি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে জো বাইডেনকে লেখা ৬ কংগ্রেসম্যানের চিঠি ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে ফাটল ধরাতে পারবে না বলে গত সোমবার (৫ জুন) মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তাছাড়া, আমেরিকাকে অনুসরণ করে অন্য দেশও তাদের ভিসা নিয়ন্ত্রণ করবে, এমন প্রচারণাকে ‘গুজব’ বলে উড়িয়ে দেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন ঘনিয়ে আসলে এ ধরনের প্রোপাগান্ডা আরও বাড়বে। তবে সেসব যাচাই করে দেখা উচিত।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply