আফগানিস্তানের স্কুলে বিষক্রিয়ায় অসুস্থ শিক্ষার্থীদের অবস্থা স্থিতিশীল

|

আফগানিস্তানের স্কুলে বিষপ্রয়োগে অসুস্থ মেয়ে শিক্ষার্থীদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। রোববার (৪ জুন) কমপক্ষে ৮০ জন শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। খবর দ্য গার্ডিয়ানের।

এ তথ্য নিশ্চিত করেন প্রাদেশিক শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ রহমানি। তিনি বলেন, ‘সার ই পুল’ প্রদেশে ঘটানো হয়েছে এ নাশকতা। অসুস্থ শিশুরা সবাই ক্লাস ওয়ান থেকে সিক্সের শিক্ষার্থী।

তিনি আরও জানান, নাসওয়ান ই কাবুদ স্কুলেই মারাত্মক অসুস্থ হয়ে পড়ে ৬০ জনের মতো মেয়ে শিশু। বাকিরা ফাইজাবাদ প্রাইমারি স্কুলের শিক্ষার্থী। প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, ব্যক্তিগত আক্রোশ থেকে কেউ বিষপ্রয়োগ করেছে। তবে কিভাবে ছাত্রীদের ওপর হামলা চালানো হয়েছে সেটি এখনো অস্পষ্ট।

ধারণা করা হচ্ছে, স্কুলের পানিতে মেশানো হতে পারে ক্ষতিকারক বিষ। যা পানের পরই অসুস্থবোধ করে শিশুরা। প্রতিবেশী ইরানে গেলো নভেম্বরে হাজারের মতো নারী শিক্ষার্থী বিষপ্রয়োগে অসুস্থ হয়ে পড়ে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply