কুমিল্লায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার চৌদ্দগ্রামে জেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পরিণত হয়েছে রণক্ষেত্রে। এতে আহত হয়েছে অন্তত ৩০ জন। বন্ধ রয়েছে যানচলাচল।

জানা যায়, মঙ্গলবার (৬ জুন) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক কমিটির সদস্য এম তমিজ উদ্দিন ভুইয়া সেলিম, সাবেক পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদারসহ ৫-৬টি গ্রুপের নেতা কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চৌদ্দগ্রাম বাজারে সমাবেশ ডাকে। সকাল থেকে সমাবেশস্থলে লোকজন জড়ো হতে থাকলে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির অনুসারীরাও জড়ো হয়ে ধাওয়া করে। পরে উভয়গ্রুপের সংঘর্ষ বেধে যায়। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুইপাশ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল সাড়ে ৯টা থেকে যানবাহন বন্ধ রয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply