ভোমরা বন্দরে ৩৩০ টন ভারতীয় পেঁয়াজ, বাজারে দাম কমলো কেজিতে ৩০ টাকা

|

সাতক্ষীরা প্রতিনিধি:

অনুমতির প্রথম দিনেই ভারত থেকে সাতক্ষীরার ভোমরা বন্দরে দিয়ে ১১ ট্রাকে মোট ৩৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। সোমবার (৫ জুন) সন্ধ্যায় পেঁয়াজ ভর্তি এসব ট্রাক ভারত থেকে দেশের বন্দরে প্রবেশ করে। আমদানির খবরে বাজারে প্রতি কেজি পেয়াজের দাম কমেছে গড়ে ৩০ টাকা।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম খান বলেন, আজ ১১টি ট্রাকে ৩৩০ টন ভারতীয় পেয়াজ দেশে প্রবেশ করেছে। আগামীকাল ৫০-৬০ ট্রাক আসার কথা রয়েছে। এরপর প্রতিদিন ১০০-১৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হবে।

শহরের সুলতানপুর বড়বাজার কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে পেয়াজের বাজারে ধস নেমেছে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৮০-৯০ টাকা। সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। আগে যেসব ব্যবসায়ীদের পেঁয়াজ বেশি সংগ্রহে ছিল সেসব ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হচ্ছেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply