ভেনিজুয়েলায় স্বর্ণ খনি ধসে নিহত ১২ শ্রমিক

|

ভেনিজুয়েলায় একটি স্বর্ণ খনিতে ভূমিধসে প্রাণ হারিয়েছেন ১২ জন শ্রমিক। এতে গুরুতর আহত হন বেশ কয়েকজন। খবর সিজিটিএন এর।

রোববার (৪ জুন) দেশটির দক্ষিণাঞ্চলীয় বলিভার রাজ্যের তালাভেরা খনিতে বন্যার পানি ঢুকে এ দুর্ঘটনা ঘটে। বাকি ১১২ শ্রমিককে নিরাপদে বের করে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে বৈরি আবহাওয়ার কারণে অনেক সময় লাগে উদ্ধার কাজে। এরই মধ্যে উদ্ধারকাজ সমাপ্ত করেছে ফায়ারসার্ভিস। খনির ভেতরে আর কেউ নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

মূলত. গত সপ্তাহ থেকেই টানা বৃষ্টির কবলে রাজ্যটি। এরই মধ্যে তলিয়ে গেছে বেশিরভাগ অঞ্চল। স্বর্ণের খনির অবকাঠামো বেশ ঝুঁকিপূর্ণ হওয়ায় মানবাধিকার সংস্থাগুলো অনেক দিন ধরেই অঞ্চলটিতে স্বর্ণ উত্তোলনে সতর্কতা জারি করেছিল। তাছাড়া তদারকির অভাবে দেশটিতে প্রায়ই ঘটে এমন দুর্ঘটনা। তাই এ ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা আছে বলেও অভিযোগ উঠেছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply