‘জনসংখ্যা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ এখনও ঝুঁকিপূর্ণ’

|

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ দেশীয়-আন্তর্জাতিক সাফল্য পেয়েছে ঠিক। তবে জনসংখ্যা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় দেশ এখনও ঝুঁকিপূর্ণ, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৫ জুন) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবসের অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। বলেন, পরিবেশ রক্ষা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিবেশ সংরক্ষণ ও বন সৃজন এই মুহূর্তে সবচেয়ে দরকার। যদিও জনবহুল এই দেশে পরিবেশ সংরক্ষণ দুরূহ কাজ।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

পরিবেশ মন্ত্রণালয়ের সাথে অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয় নেই এমন অভিযোগও করেন তথ্যমন্ত্রী। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করতে এ সময় আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে পরিবেশ নিয়ে কাজ করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply