ইতালিতে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত অন্তত ১৪

|

ইতালিতে পর্যটকবাহী একটি বাসে মর্মান্তিক দুর্ঘটনার ঘটেছে। এতে প্রাণ গেছে ১ জনের। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। বাকিদের নিরাপদে উদ্ধার করে ফায়ার ও রেসকিউ বিভাগের কর্মীরা। খবর এবিসি নিউজের।

রোববার (৪ জুন) স্থানীয় সময় ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ভ্যালেসকারদায় ঘটে এ দুর্ঘটনা। বাসটি বিদেশি পর্যটকসহ ৩৮ জন যাত্রী নিয়ে লেসে শহর থেকে রোমের দিকে যাচ্ছিল।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, বাসটি ওভারটেক করার সময় ধাক্কা লাগে আরেকটি গাড়ির সাথে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায় বাসটি। এতে আতঙ্কিত হয়ে যাত্রীরা ফোন করেন জরুরি সেবার নম্বরে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ও রেসকিউ বিভাগ। তবে দুর্ঘটনার পর যাত্রীদের সহযোগিতা না করার অভিযোগ উঠেছে বাস কর্তৃপক্ষের বিরুদ্ধে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply