ট্রেন দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর বাহানাগা স্টেশনে ট্রেন চালু

|

ভারতে দুর্ঘটনার ৫১ ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত ‘বাহানাগা স্টেশনে’ পুনরায় চালু হলো ট্রেন। সোমবার (৫ জুন) ভোর থেকে স্বাভাবিক হয় মালগাড়ির চলাচল। বার্তা সংস্থা এপির।

অবশ্য রোববার রাত ১১টায় পরীক্ষামূলকভাবে পণ্যবাহী একটি ট্রেন চলে সংস্কার হওয়া ডাউন লাইনে। সেসময় খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈভব উপস্থিত ছিলেন। ততোক্ষণে প্রস্তুত করা হয়েছে আপার লাইনও। সোমবার থেকে সেটিতে চলাচল করছে পণ্যবাহী ট্রেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এদিকে, যাত্রীবাহী ট্রেন চালুর জন্য বুধবার পর্যন্ত অপেক্ষা করবেন কর্মকর্তারা। কারণ দুর্ঘটনার পর রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতির মতোই দ্রুতগতিতে শেষ হয় সংস্কার। ৫১ ঘণ্টার মধ্যে প্রস্তুত করা হয় বালাসোরের আপ ও ডাউন লাইনগুলো। সেগুলোর ফিটনেস দেখার পর রেল বিভাগ ছাড়পত্র দিবে।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাসোরে তিনটি ট্রেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। দেশটির প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীর পক্ষ থেকে নিহতদের পরিবারের জন্য বড় অংকের ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply