কক্সবাজারে অপহরণের পর রোহিঙ্গার হাতের কবজি কেটে দিলো দুর্বৃত্তরা

|

কক্সবাজারে অপহরণের পর মুক্তিপণের ৫ লাখ টাকা দিতে না পারায় এক রোহিঙ্গার হাতের কবজি বিচ্ছিন্ন করে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।

শনিবার (৩ জুন) রাতে টেকনাফের আলীখালীর পাহাড়ি এলাকা থেকে আহত রোহিঙ্গা জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে পুলিশ।

জাহাঙ্গীর জানায়, শুক্রবার সন্ধ্যায় ১৫-২০ জনের অস্ত্রধারী দল তাকেসহ ৫ জনকে ২৫ নম্বর ক্যাম্পের একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে যায়। হাত-পা বেঁধে চালানো হয় তার ওপর নির্যাতন। পরদিন জাহাঙ্গীরের বোনের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী রোহিঙ্গারা। টাকা না দেয়ায় জাহাঙ্গীরের এক হাতের কবজি কেটে আরেক হাতের সাথে বেঁধে ছেড়ে দেয় অপহরণকারীরা। চক্রটির হাতে এখনও ৪ জন বন্দি রয়েছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর।

পুলিশ জানায়, অপহরণের বিষয়ে পরিবারগুলোর কাছ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারপরও তাদের উদ্ধারে কাজ করছে দু’টি টিম।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply