কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ও ভিডিও শনাক্ত করবে টুইটার

|

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন বিষয়ের ছবি বা ভিডিও তৈরি করা যায়। কিন্তু এর মাধ্যমে ভুয়া ছবি বা ভিডিও তৈরি করছেন অনেকেই। আর তাই বিষয়টি দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে প্রযুক্তি দুনিয়ায়। আর এবার তা নিয়ন্ত্রণে টুইটার চালু করছে তাদের ফ্যাক্ট চেকিং সিস্টেম। যার মাধ্যমে এআই দিয়ে তৈরি ছবি ভিডিও শনাক্ত করবে মাইক্রোব্লগিং সাইটটি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

টুইটারের তথ্যমতে, ছবি বা ভিডিও যাচাই করার জন্য ‘নোটস অন মিডিয়া’ নামের সুবিধা চালু করা হবে। এ সুবিধা কাজে লাগিয়ে কমিউনিটি নোটস প্রোগ্রামের সঙ্গে যুক্ত নিবন্ধিত ব্যক্তিরা টুইটারে আদান-প্রদান করা ছবি বা ভিডিওগুলো যাচাই করে অভিযোগ করতে পারবেন।

অভিযোগের সত্যতা পেলে নির্দিষ্ট পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ছবি বা ভিডিও তৈরি করা হয়েছে বলে বার্তা দেখাবে টুইটার। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি বা ভিডিওর কারণে ভুল তথ্য প্রচার হবে না।

এটীএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply