ওয়াগনার যোদ্ধাদের মারতে মাইন পুঁতেছে রুশ সেনারা: ইয়েভগেনি

|

ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন। ছবি : সংগৃহীত

ওয়াগনার যোদ্ধাদের ক্ষতির জন্য বাখমুতের বিভিন্ন জায়গায় স্থলমাইন পুঁতে রেখেছে রুশ বাহিনী। এমন দাবি করেছে রুশ ভাড়াটে যোদ্ধা সংগঠনটির প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন। খবর রয়টার্সের।

তিনি জানান, বাখমুত থেকে ফেরার পথে অ্যান্টি-ট্যাঙ্ক মাইনসহ শত শত বিস্ফোরক খুঁজে পেয়েছেন যোদ্ধারা। তার অভিযোগ, সেনাদের ক্ষতির মুখে ফেলতেই এ কারসাজি।

ওয়াগনার প্রধান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করা হয়েছে এ কাজ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দিকেই প্রিগোঝিনের সন্দেহের তীর।

বাখমুতে যুদ্ধ চলাকালে তার যোদ্ধাদের পর্যাপ্ত অস্ত্র-গোলাবারুদ সরবরাহ করা হচ্ছে না। এমন দাবি তোলেন তিনি। সে সময়ই রুশ প্রশাসনের সাথে প্রকট হয় ওয়াগনার গ্রুপের দ্বন্দ্ব।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply