পেঁয়াজ আমদানির ব্যাপারে সিদ্ধান্ত দুয়েকদিনের মধ্যে আসবে: কৃষিমন্ত্রী

|

দুয়েকদিনের মধ্যেই পেঁয়াজ আমদানির ব্যাপারে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। রোববার (৪ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে এক সেমিনার শেষে এ কথা জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, বেশ কয়েকদিন ধরে দেশের বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। কিন্তু কোনোভাবেই এই দাম ৬০ টাকার বেশি হওয়া উচিত নয়। বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ আনার পরিকল্পনা চলছে।

এ সময় কৃষিপণ্যের রফতানি নিয়েও কথা বলেন ড. আব্দুর রাজ্জাক। বলেন, এজন্য যা যা সুযোগ-সুবিধা দেয়া দরকার, সবই দেয়া হবে। কৃষিকে আন্তর্জাতিক বাজারে নিতে জোরেসোরে কাজ চলছে। দেড়-দুই মাসের মধ্যে বিদ্যুতের সমস্যা কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply