কাউকে সুবিধা দিতে সীমানা পুনঃনির্ধারণ করা হয়নি: ইসি আলমগীর

|

নির্বাচন কমিশনার মো. আলমগীর। ফাইল ছবি।

কাউকে বিশেষ সুবিধা দিতে নয়, ভৌগোলিক অখণ্ডতা ও প্রশাসনিক সুবিধা বিবেচনায় কিছু আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

রোববার (৪ জুন) দুপুরে নির্বাচন কমিশন ভবনে এ কথা বলেন তিনি। আরও বলেন, ভোটারদের সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হয়েছে। কিন্তু অযথা মিথ্যা অভিযোগ রটানো হচ্ছে। পুনর্বিন্যাস নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে আদালতে যাওয়ার পরামর্শ দেন এই নির্বাচন কমিশনার।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এছাড়া, তথ্য-প্রমাণসহ ইসিতে যোগাযোগের সুযোগ রয়েছে বলেও জানান মো. আলমগীর। এর আগে গাজীপুর, পিরোজপুর, কুমিল্লা, ফরিদপুর ও নোয়াখালীর দুইটি করে আসনের সীমানা সংক্রান্ত নতুন গেজেট প্রকাশ করে কমিশন। এতে আসনগুলোর সীমানার কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply