আফগান সিরিজে লিটনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা, নতুন মুখ দিপু-মুশফিক

|

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটে থাকা সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। প্রথমবারের মতো ডাক পেয়েছেন শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।

সর্বশেষ টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা সাদমান ইসলামের জায়গা হয়নি ১৫ জনের দলে। তবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও জাকির হাসান।

ছবি: সংগৃহীত

২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় দিপুর। এখন পর্যন্ত ২০ ম্যাচে ১২৬৫ রান করেছেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার। দুটি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। এছাড়া সিলেটে অনুষ্ঠিত ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি হাফসেঞ্চুরিও আছে দিপুর।

এদিকে ২০২২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া মুশফিক ১৩ ম্যাচে নিয়েছেন ৪৯ উইকেট। তিনিও সদ্য সমাপ্ত ‘এ’ দলের সিরিজে ২ ম্যাচে শিকার করেছেন ৫ উইকেট। এক ইনিংসে ৫৪ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট। 

বাংলাদেশের স্কোয়াড- লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুশফিক হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ,  এবাদত হোসেন, খালেদ আহমেদ।

/আরআইএম

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply