লাখো বাতি জ্বালিয়ে থাইল্যান্ডে পালিত বৌদ্ধ পূর্ণিমা

|

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে লাখো বাতি জ্বালানো হয়েছে থাইল্যান্ডের উপাসনালয়ে। থাইল্যান্ডের ব্যাংককে আয়োজন করা হয় এ উৎসব। বুদ্ধের ছবি সংবলিত এক লাখ লণ্ঠনে সেজে ওঠে বিখ্যাত ধাম্মাকায়া টেম্পল। খবর রয়টার্সের।

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে ২০ হাজার মানুষ অংশ নেয় বিশাল এ আয়োজনে। বাতি জ্বালিয়ে বিশেষ প্রার্থনা করা হয়। আচার অনুষ্ঠান পালন করেন বৌদ্ধ সন্ন্যাসীরা।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বৌদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব ও নির্বাণ লাভ এই তিন স্মৃতি বিজড়িত দিন এটি, যা বৈশাখী পূর্ণিমা হিসেবেও পরিচিত। বুদ্ধ পূর্ণিমার দিনটি বিশেষ মর্যাদাপূর্ণ হিসেবে জাতিসংঘের স্বীকৃতিপ্রাপ্ত। প্রতিবছর বিশ্বশান্তি ও মানবতা দিবস হিসেবে ‘ভেসাক ডে’ উৎসব নামে উদযাপন করে সংস্থাটি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply