সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে জাপানিজ রাষ্ট্রদূতের সাথে আলোচনা হয়েছে: আমির খসরু

|

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে বিদেশিরা উদ্বেগ প্রকাশ করছে। সেসব বিষয়গুলো নিয়েই জাপানিজ রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সাথে আলোচনা হয়েছে। এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৪ জুন) সকালে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। এ সময় ইওয়ামা কিমিনোরির সাথে দেড় ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বৈঠক শেষে আমির খসরু ব্রিফিংয়ে বলেন, আগামী নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতির বিষয়ে কথা হয়েছে। বাংলাদেশে জাপানের অনেক বিনিয়োগ থাকায় সেজন্য তারা উদ্বেগের মধ্যে আছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচন নিয়ে জাপানসহ সবাই কনসার্ন রয়েছে। এছাড়াও নির্বাচনকালীন দেশের পরিস্থিতি কেমন থাকবে সেটা বোঝার চেষ্টা করছেন তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply