পাঁচ মাসের বিক্ষোভেও নেই সমাধান, ইসরায়েলে ফের রাজপথে জনগণ

|

ইসরায়েলে পাঁচ মাসের বিক্ষোভ-প্রতিবাদেও ‘বিচার বিভাগীয় সংস্কার’ ইস্যুতে কোনো মীমাংসা হয়নি। ফলে শনিবার (৩ জুন) রাজধানীতে ২২তম সপ্তাহের মতো ফের আন্দোলনে নামেন। এই দাবি আদায়ে ইসরায়েলি জনগণ রীতিমতো নাছোড়বান্দা। অন্যদিকে নিজ অবস্থানে অনড় নেতানিয়াহু সরকারও। খবর আরব নিউজের।

আয়োজকদের দাবি, শনিবারের বিক্ষোভ মিছিলে আড়াই লাখের মতো মানুষ অংশ নেন। কমপক্ষে ১০ হাজার বিক্ষোভকারী অবস্থান নেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে। তাছাড়া, রাজধানীর কাপলান সরণী থেকে মূল চত্ত্বরে হয় বিশাল পদযাত্রা। সেখানেই উপস্থিত ছিলেন বেশিরভাগ ইসরায়েলি। এসময় বন্ধ ছিল তেলআবিব ও হাইফার মধ্যেকার গুরুত্বপূর্ণ সড়ক।

এদিন, বিচার বিভাগীয় সংস্কারের মাধ্যমে দেশের গণতন্ত্র ছিনিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন ক্ষুব্ধ জনতা। চলতি বছরের শুরুতেই সংস্কারের প্রস্তাব দেয় নেতানিয়াহু প্রশাসন। তাতে বিল পাসে পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধির কথা বলা হয়। এর ফলে সুপ্রিম কোর্টের হাত থেকে কমবে ক্ষমতা। আর এতেই ক্ষুব্ধ জনগণ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply