রেল যোগাযোগ উন্নত করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

|

সারাদেশের রেল যোগাযোগ উন্নত করতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৪ জুন) সকালে ঢাকা-চিলাহাটি রুটের চিলাহাটি এক্সপ্রেস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে রেল যোগাযোগ ছড়িয়ে দিতে কাজ করছে বর্তমান সরকার। যার অংশ হিসেবে ভাঙ্গা থেকে বরিশাল এবং বরিশাল থেকে পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

ভারতের ভয়াবহ রেল দুর্ঘটনার কথা মাথায় রেখে রেল পরিচালনায় আরও সর্তক হতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্ঘটনা রোধে রেল গেটে গার্ড নিয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সমালোচকরা যাই বলুক না কেনো, বাজেট বাস্তবায়ন করতে সরকার বদ্ধ পরিকর। সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতিতে লোডশেডিংয়ের জন্য সাধারণ মানুষের কষ্ট হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply