সেনেগালে রাজনৈতিক সংঘাতে নিহতের সংখ্যা ছাড়ালো ১৫

|

রাজনৈতিক সংঘাতে উত্তপ্ত আফ্রিকার দেশ সেনেগাল। এই সংঘাতে শনিবার (৩ জুন) পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৫ জন, আহত অন্তত কয়েকশ’। খবর ভয়েজ অব আমেরিকার।

সরকারের বিবৃতি অনুসারে, নিহতদের তালিকায় রয়েছেন নিরাপত্তা বাহিনীর দুই সদস্য। গত বৃহস্পতিবার থেকে বিরোধী নেতা ওসমান সেনকোর সমর্থকদের সাথে চলছে পুলিশের সংঘাত। গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় এ সময় অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি মোকাবেলায় রাজধানী ডাকারে মোতায়েন করা হয় সেনাবাহিনীও।

গত সপ্তাহে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হন সেনকো। একইসাথে তার বিরুদ্ধে যুব সম্প্রদায়কে দুর্নীতির পথে পরিচালনার অভিযোগও প্রমাণিত হয়। শাস্তি হিসেবে ২ বছরের কারাদণ্ড শোনান আদালত। অবশ্য, গ্রেফতার হননি সেনকো। রায়ের খবরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সেনেগাল।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply