আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে বড় জয় ইংল্যান্ডের

|

লর্ডসে একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ইনিংসে ২০৫ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছে অলি পোপ।

ব্রেন্ডন ম্যাককালামের কোচিং ও স্টোকসের নেতৃত্বে টেস্টে ভয়ডরহীন ক্রিকেটের পথে হেঁটে আরেকটি সাফল্য পেলো ইংল্যান্ড। চার দিনের লর্ডস টেস্টে আইরিশদের তারা ১০ উইকেটে হারিয়ে দিলো তৃতীয় দিনে।

৩ উইকেটে ৯৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর, অ্যান্ডি ম্যাকব্রাইন ও মার্ক অ্যাডায়ারের ফিফটিতে ইনিংস ব্যবধানে হার এড়ায় আইরিশরা। অলআউট হয় ৩৬২ রানে। ইংল্যান্ডের হয়ে পাঁচ উইকেট তোলেন অভিষিক্ত জশ টং।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৭২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। স্টুয়ার্ট ব্রড নেন ৫ উইকেট। জবাবে ৪ উইকেটে ৫২৪ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে ইংল্যান্ড। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন অলি পোপ। এছাড়া ১৮২ রান করেন বেন ডাকেট।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ১৭২
ইংল্যান্ড ১ম ইনিংস: ৫২৪/৪ ডিক্লে.

আয়ারল্যান্ড ২য় ইনিংস: ৮৬.২ ওভারে ৩৬২; টেক্টর ৫১, টাকার ৪৪, ক্যাম্পার ১৯, ম্যাকব্রাইন ৮৬*, অ্যাডায়ার ৮৮*

ইংল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ১১) ০.৪ ওভারে ১২/০ (ক্রলি ১২*, ডাকেট ০*)
ফল: ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply