ভর্তুকি থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসবে সরকার: পরিকল্পনামন্ত্রী

|

ভর্তুকি থেকে সরকার পর্যায়ক্রমে বেরিয়ে আসবে। এ বিষয়ে পরিস্কার ধারণা দেয়া হয়েছে বাজেটে। তবে কৃষির মতো কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে ভর্তুকি অব্যাহত থাকবে।

শনিবার (৩ জুন) দুপুরে রাজধানীতে মেট্রোপলিটন চেম্বার ও পলিসি রিসার্চ ইন্সটিটিউট আয়োজিত বাজেট পর্যালোচনা সভায় এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, আগামী অর্থবছরের মূল চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। এটি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু কীভাবে বাস্তবায়ন করা হবে তার দিক নির্দেশনা নেই। মূল্যস্ফীতি ছাড়া সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, রাজস্ব আয় বৃদ্ধি, ঘাটতি অর্থায়ন ও সামাজিক নিরাপত্তা খাতে অর্থায়ন চ্যালেঞ্জিং। রাজস্ব আয় বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা উচ্চাভিলাসী। এনবিআরের কাঠামোগত সংস্কার ছাড়া এ লক্ষ্য অর্জন সম্ভব নয়।

অর্থনীতিবিদদের অভিযোগ, এনবিআর ট্যাক্স সার্ভিস এজেন্সি থেকে ট্যাক্স পুলিশে পরিণত হয়েছে। এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, রাজস্ব আদায়ে পরীক্ষামূলকভাবে এজেন্ট নিয়োগ দেয়া যেতে পারে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply