নাটোরে এক কলাগাছে ১৬টি মোচা!

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে একটা কলাগাছে দুই চার পাঁচটি নয়, একসাথে ১৬টি মোচা ধরায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে লালপুরে উপজেলার নাওদাঁড়া গ্রামের মওলা বক্সের একটি কলাগাছে। প্রকৃতির এক আশ্চর্যজনক দৃশ্য দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকার মানুষজন ভিড় করছেন।

কলাগাছের মালিক মওলা বক্স জানান, সাধারণত একটি কলাগাছে একটিই মোচা আসে। কিন্তু তার বাড়ির পেছনের একটি গাছে ১৬টি মোচা এসেছে। তিনি এমন ঘটনায় নিজেও অবাক হয়েছেন। বিষয়টি গ্রামসহ আশপাশের গ্রামে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই দূরদূরান্ত থেকে লোকজন কলাগাছটি দেখতে আসছেন। অনেকেই ১৬ মোচার সাথে সেলফি তুলছেন। আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, মওলা বক্সরে কলা গাছে ১৬টি মোচা বের হওয়ার ঘটনায় তারা বিস্মিত। সবখানে এ নিয়ে জোর গুঞ্জন চলছে। সত্যিই অবাক করার মতো, গাছটি না দেখলে বিশ্বাস করা যাবে না। গাছটি এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে যাচ্ছেন।

লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গাছটিতে অনেক বেশি পরাগায়ন হয়েছে। এ জন্য একাধিক মোচা হয়েছে। এমন দৃশ্য খুবই দুর্লভ বলেও জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply