চাকরি হারাচ্ছেন পিএসজি কোচ গালতিয়ের

|

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির সাথে পিএসজির সম্পর্ক শেষ হতে যাচ্ছে। সার্জিও রামোসও পিএসজির ছাড়ার ঘোষণা দিয়েছেন। এই দুইজনের পর জানা গেলো, পিএসজির প্রধান কোচের চাকরি হারাচ্ছেন ক্রিস্টোফ গালতিয়ের। আজই শেষবারের মতো পার্ক দ্য প্রিন্সেসের ডাগআউটে দাঁড়াবেন গালতিয়ের। জানিয়েছে ফরাসি গণমাধ্যম লে’কিপ।

ক্লেঁমো ফুতের বিপক্ষে আজ মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামছে পিএসজি। দু’দিন আগে কোচ গালতিয়ের জানিয়েছিলেন, এই ম্যাচটিই হতে যাচ্ছে পিএসজিতে মেসির শেষ ম্যাচ। পরে অবশ্য ভুল ভেঙেছে ক্লাব কর্তৃপক্ষ। জানিয়েছে, পিএসজির হয়ে নয়, বরং চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলবেন মেসি। তবে এবারে খবর এলো মেসি নয়, কোচ গালতিয়েরকে বিদায় করতে যাচ্ছে পিএসজি।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানায়, পার্ক দ্য প্রিন্সেসে হতে যাওয়া ম্যাচটিতে শেষবারের মতো ডাগআউটে দাঁড়াবেন গালতিয়ের। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এখন প্যারিসে অবস্থান করছেন। ফরাসি ইয়ানেজার গালতিয়েরের বিদায়ের আনুষ্ঠানিকতা সাড়ার কাজগুলো দেখভাল করছেন তিনি।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, নতুন কোচের সন্ধান এরইমধ্যে শুরু করেছে পিএসজি কর্তৃপক্ষ। হোসে মরিনহোসহ একাধিক কোচ আছে কাতারের মালিকানাধীন ক্লাবটির ভাবনায়। গালতিয়ের গত বছর দুই বছরের চুক্তিতে পিএসজির দায়িত্ব নিয়েছিলেন। তবে এক মৌসুম পরই সাবেক লিল ও নিস কোচকে সরিয়ে দেয়া হচ্ছে।

গালতিয়েরের অধীনে শুরুটা ভালো করলেও কাতার বিশ্বকাপের পর ছন্দ হারিয়ে ফেলে পিএসজি। শেষ পর্যন্ত লিগ জিতলেও পিএসজির প্রধান লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় ঘটে শেষ ষোলোয়। ট্রফি জেতা যায়নি ফ্রেঞ্চ কাপেও। এ ছাড়া পিএসজিতে আসার আগের এক বর্ণবাদের অভিযোগকে কেন্দ্র করেও এ সময়ে এসে সমালোচিত হন গালতিয়ের। যে কারণে তাকে ছাঁটাইয়ের চিন্তা করে পিএসজি।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply