চট্টগ্রামে মিতু হত্যার ৭ বছর পর ধরা পড়লো কিলিং স্কোয়াডের আরেক সদস্য

|

গ্রেফতারকৃত কালু।

সাবেক এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা মিতু হত্যার ৭ বছর পর ধরা পড়েছে কিলিং স্কোয়াডের পলাতক থাকা সদস্য কালু।

শনিবার (৩ জুন) ভোরে পিবিআইয়ের সহযোগিতায় বিশ্ব কলোনি এলাকা থেকে কালুকে গ্রেফতার করে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

কালুর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রো (পিবিআই) অঞ্চলের পুলিশ সুপার নাঈমা সুলতানা জানান, বিশ্ব কলোনী এলাকায় ছদ্মবেশে দীর্ঘদিন ধরে লুকিয়ে ছিল কালু। মিতু কিলিং মিশনে আরেক আসামি মূসার সঙ্গে ছিল সে। মোটরসাইকেল থেকে মিতুকে লক্ষ্য করে গুলি করেছিল কালু।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামে জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন মাহমুদা খানম মিতু। এ ঘটনায় মিতুর স্বামী সাবেক এসপি বাবুল আক্তার বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। চট্টগ্রামের ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম চলছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply