নাঙ্গলকোটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (২ জুন) বিকেলে পেরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার পেরিয়া বাজার থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রহমত উল্লাহ রাহাত ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা বেলায়েতের নেতৃত্বে জামায়াত-বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে যায়। এ সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে লাঠি-সোটা নিয়ে মিছিলে হামলা চালানো হয়। এতে ইউপি সদস্য বাবুল গাজীসহ অন্তত ১০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন জানান, সামান্য ভুল বুঝাবুঝিতে হাতাহাতির ঘটনা ঘটলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply