কোনো স্যাংশনে দেশের উন্নয়ন ব্যাহত করতে পারবে না: কৃষিমন্ত্রী

|

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

কোনো স্যাংশন দেশের উন্নয়ন যাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেন, আওয়ামী লীগ মোটেই বিচলিত নয়, কোন স্যাংশন দিয়ে এ উন্নয়ন ব্যাহত করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্রকে ব্যাহত করতে পারবে না। আপনারা যত ধরনের স্যাংশনই দেন, তা মোকাবেলা করার মতো যোগ্যতা বাংলাদেশের রয়েছে।

শুক্রবার (২ জুন) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রাণী ভবানী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাজেট বিষয়ে বিএনপির নেতাকর্মীরা গত ১৪ বছর ধরেই বলেন, এটা উচ্চাভিলাষী বাজেট, অবাস্তব বাজেট, কল্পনাভিত্তিক বাজেট। কল্পনাভিত্তিক বাজেট হলে ৫ লাখেরও কম (৪ লাখ ৮৪ হাজার কোটি টাকা) জাতীয় আয় ৪৪ লাখ হতো না।

তিনি আরও বলেন, বিরোধী দল বলে বাজেট উচ্চাভিলাষী, শেখ হাসিনা উচ্চাভিলাষী। আমরা বলছি, এই বাজেট বাস্তবসম্মত। অতীতেও আমরা সফল হয়েছি। আগামী দিনেও এই বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে সফল হবো।

মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র সিদ্দিক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাবেক পৌর মেয়র মাসুদ পারভেজ প্রমুখ। প্রসঙ্গত, ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০০ জন ডাক্তার দিনব্যাপী প্রায় ১০ সহস্রাধিক রোগীকে সেবা প্রদান করেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply