ফোর্বসের মতে বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ

|

ছবি: সংগৃহীত

বিশ্বের দামি ক্লাবগুলোর তালিকা প্রকাশ করেছে ফোর্বস। সেখানে শীর্ষস্থান ধরে রেখেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। টানা দ্বিতীয়বার বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের মর্যাদা পেয়েছে ক্লাবটি। দুইয়ে অবস্থান করছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তিনে আছে আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

ফোর্বসের হিসেব অনুসারে, এ মুহূর্তে রিয়ালের বাজারমূল্য ৬.০৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬৫ হাজার ৯০ কোটি ৮৫ লাখ টাকার বেশি। ম্যানচেস্টার ইউনাইটেডের বাজারমূল্য ৬ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৬৪ হাজার ৬৪০ কোটি টাকার বেশি। ফুটবল ক্লাবগুলোর মধ্যে ৬ বিলিয়ন ডলার মূল্যের ক্লাব শুধু এ দু’টিই।

এ ছাড়া স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বর্তমান বাজারমূল্য ৫.৫১ বিলিয়ন ডলার। চারে থাকা ইংলিশ ক্লাব লিভারপুলের বাজারমূল্য ৫.২৯ বিলিয়ন ডলার। পাঁচে থাকা ম্যানচেস্টার সিটির মূল্য ৪.৯৯ বিলিয়ন ডলার। বায়ার্ন মিউনিখের ৪.৮৬ বিলিয়ন ডলার। সাতে থাকা পিএসজির বাজারমূল্য ৪.২১ বিলিয়ন ডলার। 

এর মধ্যে পিএসজিতে নতুন বিনিয়োগ আসবে বলে মনে করা হচ্ছে। পিএসজি তাদের কিছু স্বত্ব বিক্রি করে দেবে। তাতে করে তাদের রেভিনিউ বাড়বে। আটে থাকা চেলসির মূল্য ৩.১ বিলিয়ন ডলার, টটেনহ্যাম ২.৮ ও আর্সেনালের বাজারমূল্য ২.২৬ বিলিয়ন ডলার।

ফোর্বস তাদের প্রতিবেদনে বলেছে, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ সর্বশেষ ৯টি চ্যাম্পিয়নস লিগের পাঁচটিতে ফাইনাল খেলেছে এবং প্রতিটি জিতেছে। এ ছাড়া সিক্স স্ট্রিট ও লিজেন্ডসের সঙ্গে ২০ বছরের চুক্তির কারণে তাদের রেভিনিউ বিপ্লব ঘটেছে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply