আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন জো বাইডেন

|

আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১ জুন) কলোরাডোয় মার্কিন বিমান বাহিনীর গ্র্যাজুয়েশন আয়োজনে হয় এই কাণ্ড। খবর রয়টার্সের।

দেশটির সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট তিনি। ৮০ বছরের বাইডেনকে উঠতে এবং পূণরায় হাটতে সহযোগিতা করেন এয়ারফোর্স অফিসাররা। বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠানে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন তিনি। ৯২১ জন গ্র্যাজুয়েটের সাথে করেন করমর্দন। তারপরই মঞ্চ থেকে নামতে গেলে ঘটে অঘটন। মঞ্চে ব্যবহৃত একটি বালুর বস্তায় হোচট খান তিনি।

এর আগেও, বেশ কয়েকবার জনসম্মুখে এমন দুর্ঘটনায় পরেছেন বাইডেন। ধারণা করা হচ্ছে- তার শারীরিক অবস্থা এবং বয়স পরবর্তী নির্বাচনে বড় প্রভাব ফেলবে। শক্ত প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প অন্যসময় ব্যঙ্গ-বিদ্রুপ করলেও এবার প্রতিক্রিয়ায় জানান, বারবার এমন দুর্ঘটনা কাম্য নয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply