একাধিক গাড়ি থাকলে দিতে হবে কার্বন কর

|

ফাইল ছবি

আগামী ২০২৩-২৪ অর্থবছর থেকে একাধিক গাড়ির মালিকদের দিতে হবে কার্বন কর। জানা গেছে, কার্বন নিঃসরণ হ্রাস ও পরিবেশ দূষণ রোধে ব্যক্তিগত যানবাহন ব্যবহারে নিরুৎসাহিত করতেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রস্তাবে বলা হয়, গাড়ির ইঞ্জিনের ক্ষমতার ওপর ভিত্তি করে সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত কর দিতে হবে একাধিক যাত্রীবাহী গাড়ি, জিপ ও মাইক্রোবাসের মালিকদের। অর্থাৎ, ১৫০০ সিসির গাড়ির মালিকদের একই ইঞ্জিনের দ্বিতীয় ও পরের সব গাড়ির জন্য ২৫ হাজার টাকা, ১৫০০সিসি থেকে ২ হাজার সিসির গাড়ির জন্য কাররবন কর দিতে হবে ৫০ হাজার টাকা। ২ হাজার থেকে ২৫০০ সিসির গাড়ির ক্ষেত্রে কার্বন কর দিতে হবে ৭৫ হাজার টাকা। ৩ হাজার সিসির গাড়ির ক্ষেত্রে ২ লাখ ও সাড়ে ৩ হাজার সিসির গাড়ির ক্ষেত্রে সাড়ে ৩ লাখ টাকা কর পরিশোধ করতে হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি স্বাধীনতার পর দেশের ৫২তম, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৪তম ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply