স্ত্রী-কন্যাসহ ঘুমিয়ে থাকা শ্যালকের বাড়িতে আগুন ভগ্নিপতির, দগ্ধ হয়ে যুবকের মৃত্যু

|

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় ভগ্নিপতির দেয়া আগুনে গুরুতর দগ্ধ হওয়া আব্দুল কাদের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছে আব্দুল কাদেরের স্ত্রী শারমিন (২৫) ও কন্যা ফাতেমা খাতুনও (৪)। অভিযুক্ত ভগ্নিপতি সবুজ হোসেন (৩২) যশোর জেলার নারায়ণপুর পোড়াবাড়ী গ্রামের আব্দুল বারীর ছেলে।

জানা গেছে, গত ২৮ মে ভোররাতে ভগ্নিপতি সবুজ হোসেন শ্যালক আব্দুল কাদেরে ঘরে পেট্রোল ঢেলে দিয়ে দরজায় তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ভেতরে থাকা আব্দুল কাদের, তার স্ত্রী শারমিন ও শিশু কন্যা গুরুতর দগ্ধ হয়। চিৎকার শুনে স্থানীয়রা ঘরের তালা ভেঙে তাদের উদ্ধার করে।

স্থানীয়রা জানান, কাদের গাজীর বোন সুফিয়া খাতুনের (২৬) সাথে সবুজ হোসেনের বিরোধ চলে আসছিল। এর জেরে গত শনিবার রাতে সবুজ চন্দনপুর (কাতপুর) গ্রামের হান্নান বিহারীর ছেলে সোহাগ হোসেনের সহযোগিতায় নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা আব্দুল কাদেরের ঘরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।

এ নিয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আগুনে দগ্ধ আব্দুল কাদের আজ সকালে মারা গেছেন। আমরা ইতোমধ্যে মামলার একজন আসামিকে আটক করেছি। প্রধান আসামিকে আটকের চেষ্টা চলছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply