সুষ্ঠু নির্বাচনে ইসি কী পদক্ষেপ নিয়েছে জানতে চেয়েছে জাপান

|

সুষ্ঠু নির্বাচনে ইসি কী ধরনের পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে জাপান। বৃহস্পতিবার (১ জুন) সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে সাক্ষাৎ শেষে এ কথা জানান ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইয়োয়ামা কিমিনোরি।

তিনি বলেন, নির্বাচন কমিশনের পরিকল্পনা সম্পর্কে আলাপ হয়েছে। রাষ্ট্রদূত হিসেবে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে এই বৈঠক বলেও জানান তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

পরে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর বলেন, জাপানের রাষ্ট্রদূতকে নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে অবহিত করা হয়েছে। পাশাপাশি নির্বাচনে পর্যবেক্ষণে আগ্রহী হলে স্বাগত জানাবে ইসি।

সিইসি ভোট পর্যবেক্ষণের জন্য জাপানকে আহ্বান জানিয়েছেন বলেও জানান ইসি সচিব। এ সময় ঢাকা-১৭ আসনের তফসিল ঘোষণা করেছেন ইসি সচিব। আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিল করা যাবে ১৫ জুন পর্যন্ত।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply