ইউরোপা লিগে রোমাকে কাঁদিয়ে সপ্তম শিরোপা সেভিয়ার

|

উয়েফা ইউরোপা লিগের ফাইনালে রোমাকে হারিয়ে রেকর্ড সপ্তমবারের মতো শিরোপা ঘরে তুলেছে সেভিয়া। নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়েও খেলার ফলাফল থাকে ১-১। পরে টাইব্রেকে রোমাকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্প্যানিশ ক্লাব সেভিয়া।

হাঙ্গেরির পুসকাস অ্যারেনায় বুধবার রাতের ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে ৪-১ গোলে জিতেছে স্প্যানিশ ক্লাবটি। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলের পর অতিরিক্ত সময়ও ওই স্কোরলাইনে শেষ হয়।

টাইব্রেকারে সেভিয়ার চার জন শট নিয়ে সবাই পান সাফল্য। আর অসাধারণ সেভ করে নায়ক বনে যান তাদের গোলরক্ষক ইয়াসিন বোনো।

খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ চালায় দু’দল। পাওলো দিবালার গোলে এগিয়ে যাওয়ার পরও অবশ্য ব্যবধান ধরে রাখতে পারেনি রোমা। বিরতির পর চাপ বাড়ায় সেভিয়া। এরই মাঝে ৫৫তম মিনিটে ভুলটা করে বসেন ডিফেন্ডার মানচিনি। হেসুস নাভাসের একটি বিপজ্জনক ক্রস হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠান তিনি। স্বস্তির সমতায় ফেরে সেভিয়া।

এরপর বহু ফাউলের ঘটনায় মাঠে ছড়ায় বাড়তি উত্তাপ। ১২০ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতা থাকে। খেলায় পরে পেনাল্টি শ্যুটআউটে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হয় সেভিয়া।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply