নৌপুলিশের মামলায় মুন্সিগঞ্জ জেলা বিএনপি নেতা কারাগারে

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জে মৎস্য আইনে নৌপুলিশের দায়ের করা মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩১ মে) দুপুর ১টার দিকে সদর উপজেলার মুক্তারপুর গোসাইবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরপর বিকেলে তাকে মুন্সিগঞ্জ জেলা আদালতে সোপর্দ করা হলে বিচারক আগামীকাল বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, নৌপুলিশের দায়ের করা একটি মামলার তদন্তের দায়িত্ব ছিল আমাদের। ওই মামলায় মহিউদ্দিন আহমেদকে আজ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ওই মামলা ছাড়াও মারামারি, পুলিশ নির্যাতনসহ আরও অনেক মামলা রয়েছে।

মুক্তারপুর নৌপুলিশের ইনচার্জ আব্দুস সোবহান জানান, গত ২১ মে গোসাইবাগ এলাকায় মহিউদ্দিন আহমেদের মালিকানাধীন কারখানায় অভিযান চালিয়ে ৩ কোটি ১১ লাখ টাকার কারেন্টজালসহ নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। অভিযানের সময় পালিয় যায় অভিযুক্ত মহিউদ্দিন। কারেন্টজাল উৎপাদনে জড়িত থাকায় মৎস্য আইনে মহিউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply