সিলেট স্টেডিয়াম পরিদর্শনে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল

|

ছবি: সংগৃহীত

আইসিসির এফটিপি অনুযায়ী বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের পর টেস্ট সিরিজ খেলবে দুই দল। এরই মধ্যে নিরাপত্তার বিষয়সহ সিরিজের ভেন্যু পর্যবেক্ষণে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ডের চার সদস্যের প্রতিনিধি দল।। ভারত বিশ্বকাপের আগে বাংলাদেশে খেলে চূড়ান্ত প্রস্তুতি নিতে চান কেন উইলিয়ামসন-টিম সাউদিরা।

জানা গেছে সিরিজের ওয়ানডে ম্যাচ আয়োজিত হতে পারে সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়ামে।

বুধবার (৩১ মে) বাংলাদেশে আসার পরই কিছুক্ষণ পর সিলেটে গেছেন কিউই পরিদর্শকেরা। তাদের সাথে আছেন ক্রিকেট অপারেশন্স ম্যানেজার ও সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস। বাংলাদেশ ‘এ’ দল ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যকার শেষ টেস্ট ম্যাচ চলাকালেই তারা সিলেট আর্ন্তজাতিক স্টেডিয়াম পরিদর্শন করেছেন। এসময় তারা মূল মাঠ, প্রাকটিস ফ্যাসিলিটি, প্রেস বক্স, ড্রেসিংরুম ও আউটার স্টেডিয়াম পরিদর্শন করেন।

সিলেট স্টেডিয়ামের সুযোগ সুবিধা নিয়ে সন্তুষ্ট হয়েছেন নিউজিল্যান্ডের প্রতিনিধি দল। শাহরিয়ার নাফিস গণমাধ্যমকে বলেন, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটবোর্ড দল পাঠানোর আগে প্রতিনিধি দল পাঠায়। সিলেটে কিছু ম্যাচ হতে পারে বলে আমরা তাদের জানিয়েছি।

আসন্ন সিরিজ নিয়ে এখন পর্যন্ত নির্দিষ্ট তারিখ কিংবা ভেন্যু ঠিক না হলেও, এশিয়া কাপের পরই দু’দল মুখোমুখি হতে পারে। আর সেরকম হলে, এটি হবে বিশ্বকাপের আগমুহূর্তে দু’দলের শেষ প্রস্তুতি। সিরিজে তিন ওয়ানডের সঙ্গে দুটি টেস্ট ম্যাচ খেলারও কথা রয়েছে। তবে ওয়ানডে ম্যাচগুলো বিশ্বকাপের আগে হলেও, টেস্ট হতে পারে মেগা টুর্নামেন্টটির পরে। ওই সিরিজের কয়েকটি ম্যাচ হতে পারে সিলেটে, সে কারণেই কিউই প্রতিনিধি দল মাঠ পর্যবেক্ষণে নেমেছেন। তবে দেশের অন্য স্টেডিয়ামে এর আগে খেলার অভিজ্ঞতা রয়েছে নিউজিল্যান্ডের।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply