ডেঙ্গু প্রতিরোধে যুক্তরাষ্ট্র থেকে মে‌ডি‌সিন আনা হয়েছে: মেয়র আতিক

|

সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে ঢাকা (উত্তর) সিটি মেয়র আতিকুল ইসলাম।

ডেঙ্গু প্রতিরোধে যুক্তরাষ্ট্র থেকে এক ধরনের মে‌ডি‌সিন আনা হয়েছে, যা পানিতে ছেড়ে দি‌লে প‌রিবেশের ক্ষ‌তি না ক‌রে এ‌ডিস মশার লার্ভা ধ্বংস ক‌রে ফেল‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ঢাকা (উত্তর) সি‌টির মেয়র আ‌তিকুল ইসলাম।

বুধবার (৩১ মে) সকা‌লে রাজধানীর উত্তর সি‌টির ৪৯নং ওয়ার্ডের কাওলা মধ্যপাড়া সড়ক উ‌দ্বোধন ও ডেঙ্গু প্রতি‌রো‌ধে সচেতনতা বিষয়ক অনুষ্ঠা‌নে তি‌নি এ কথা ব‌লেন।

মে‌য়র আতিক ব‌লেন, জলবায়ু পরিবর্তনের কার‌ণে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। যা নিয়ন্ত্রণে নতুন নতুন কৌশল প্রয়োগ করছে ডিএনসিসি।

মেয়র আ‌তিক আরও ব‌লেন, বি‌ভিন্ন বাসায় নিয়‌মিত অ‌ভিযান চালানো হ‌চ্ছে, জ‌রিমানা করা হ‌চ্ছে। প্রতি তিন দি‌নে এক‌দিন বাসায় জমে থাকা পা‌নি ছে‌ড়ে দেয়াসহ ডেঙ্গু প্রতি‌রো‌ধে নগরবাসী‌কে এ‌গি‌য়ে আস‌ার আহ্বান জানান মেয়র। নির্মাধীন বাড়িগু‌লো‌র চ‌ল্লিশ শতাংশ বাড়িতেই পা‌নি জ‌মে থা‌কে যেগু‌লো‌তে এ‌ডিস লার্ভা পাওয়া যায় বলে জানান ঢাকা উত্তর সিটির মেয়র।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply