নিষেধাজ্ঞা দেয়ার মতো কোনো পরিস্থিতি দেশে তৈরি হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

|

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফাইল ছবি।

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দেয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। সরকার মনে করে নতুন করে যুক্তরাষ্ট্র থেকে নিষেধাজ্ঞা আসবে না, এমন আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বুধবার (৩১ মে) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বলেন, রাজনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় ওয়াশিংটনের সাথে কাজ করে যাচ্ছে ঢাকা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

আসন্ন জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষণ আনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যা বলবে সরকার সেই অনুযায়ী পদক্ষেপ নেবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, বিক্ষিপ্তভাবে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দেয়ায় খুব একটা কাজ হচ্ছে না। এই ইস্যুতে জাতিসংঘকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply