মাঝ আকাশে মার্কিন বিমানের কাছে গিয়ে যুদ্ধকৌশল প্রদর্শন করলো চীনা যুদ্ধবিমান

|

আন্তর্জাতিক আকাশসীমায় চীনা যুদ্ধবিমানের কর্মকাণ্ড তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। মার্কিন বিমানের সামনে গিয়ে অযথা আক্রমণাত্মক কৌশল প্রদর্শন করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। খবর রয়টার্সের।

মঙ্গলবার (৩১ মে) ঘটনার সময় ধারণকৃত একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। এতে দেখা যায়, চাইনিজ জে-সিক্সটিন মডেলের একটি যুদ্ধবিমান ইউএস-আরসি-১৩৫ বিমানটির একদম কাছাকাছি চলে আসে। প্রদর্শন করতে থাকে সামরিক কৌশল। অবশ্য কিছুক্ষণ পরেই বিমানটি ঘটনাস্থল থেকে সরে যায়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এ ঘটনাকে অপ্রয়োজনীয় আগ্রাসী আচরণ বলে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। আকাশপথে এ ধরণের বাধা দেয়ার ঘটনা প্রায়ই হয়ে থাকে। গেলো ডিসেম্বরে মার্কিন বিমানের ১০ ফুটের মধ্যে চলে এসেছিল একটি চীনা সামরিক বিমান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply