নাট্যনির্মাতা মোহন খান আর নেই

|

নাট্যনির্মাতা মোহন খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাত ১২টার সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই নাট্যনির্মাতা।

পারিবারিকসূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে মোহন খানকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। পরে পরিস্থিতির অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

আরও জানা যায়, তার ব্রেনে টিউমার হয়েছিল। জরুরি ভিত্তিতে সেই টিউমারের অস্ত্রোপচার করতে হয়। এরপর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। এর মধ্যে ঘাড়ে স্পাইনাল কর্ডের ওপরের প্রেশার পয়েন্টে একটি অস্ত্রোপচার করতে হয়। তারপর থেকেই লাইফ সাপোর্টে ছিলেন মোহন খান।

বুধবার (৩১ মে) বাদ জোহর লালমাটিয়া শাহি মসজিদে তার নামাজে জানাজা হবে। এরপর ঢাকার আজিমপুর কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

মোহন খান ১৯৮৮ সাল থেকে নাটক নির্মাণ করেন। পাশাপাশি নাটক রচনাও করেন। সর্বশেষ তিনি নাটক নির্মাণের পাশাপাশি এটিএন বাংলায় অনুষ্ঠান বিভাগের দায়িত্ব পালন করছিলেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply