রূপগঞ্জে তিতাসের অভিযানে ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

|

রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫টি পয়েন্টে অভিযান চালিয়ে দুই হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। এ সময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর।

মঙ্গলবার (৩০ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান মারুফের নেতৃত্বে উপজেলার হাটাব আতলাশপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন শাখার ডিজিএম প্রকৌশলী সুরুজ আলম জানান, গত কয়েক বছর ধরে একটি প্রভাবশালী মহল রূপগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস লুটপাটের মহোৎসব চালিয়ে অর্ধ লক্ষাধিক অবৈধ সংযোগ দিয়েছে। সেসব সংযোগ চিহ্নিত করে বিচ্ছিন্নকরণে টানা অভিযান পরিচালনা করছে তিতাস। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার হাটাব আতলাশপুর এলাকায় ৫টি পয়েন্টে অভিযান চালিয়ে দুই হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply