‘শর্ত মানছে না কেউ’, শস্য সরবরাহ চুক্তি বাতিল নিয়ে ফের হুঁশিয়ারি রাশিয়ার

|

শর্ত না মানা হলে শস্য সরবরাহ নিয়ে করা চুক্তি ভেস্তে যেতে পারে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তার অভিযোগ,‌ বারবার তাগিদ দেয়া স্বত্ত্বেও চুক্তি মেনে চলছে না পশ্চিমা শক্তি। খবর আল জাজিরার।

এ সময় জাতিসংঘকে দোষারোপ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তিতে উল্লেখ করা হয়, রাশিয়া থেকে পণ্যবাহী জাহাজ চলাচলে কোনো বাধা দেয়া হবে না। অথচ এখনও রুশ পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়নি পশ্চিমা দেশ। এই ইস্যুতে উদ্যোগ নিতে বারবার জাতিসংঘকে তাগাদা দেয়া হলেও ফলপ্রসু কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় ক্ষোভ প্রকাশ করে সের্গেই ল্যাভরভ বলেন, এখন পর্যন্ত ৩ কোটি টন খাদ্যশস্য পাঠানো হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। চুক্তি অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করলেও আমাদের শর্ত মানছে কেউই। সেক্ষেত্রে এই চুক্তি করে তাহলে লাভ কি? তাই জাতিসংঘকে সতর্ক করতে চাই, এভাবে চললে চুক্তি বাতিল করা হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply