মার্কিন সিনেটরের বিরুদ্ধে রাশিয়ার মামলা

|

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্তব্যের কারণে সোমবার (২৯ মে) এ পরোয়ানা জারি করা হয়। খবর এপির।

মস্কোর অভিযোগ, যুদ্ধে রুশ সেনা মৃত্যুর ঘটনায় উল্লাস প্রকাশ করেন এই সিনেটর। তারই প্রতিক্রিয়ায় এই মামলা করা হয়েছে। চলতি সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কির সাথে বৈঠক করেন সাউথ ক্যারোলিনার রিপাবলিকান সিনেটর গ্রাহাম। জেলেনস্কির অফিস থেকে ওই বৈঠকের একটি ভিডিও প্রকাশিত হয়। তাতে দেখা যায়, যুদ্ধে রুশ সেনা সদস্য মৃত্যুর ঘটনায় মন্তব্য করেন গ্রাহাম।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

মার্কিন এই সিনেটর বলেন, ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা ভলো কাজ করছে। কারণ বহু রুশ সেনার মৃত্যু হচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply