অবশেষে থামলো বৃষ্টি, ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করছে চেন্নাই

|

ইএসপিএন ক্রিকইনফো থেকে নেয়া ছবি

আইপিএলের ফাইনালে বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়েও প্রথম ইনিংসে চেন্নাইকে ২১৫ রানের টার্গেট দেয় হার্দিক পান্ডিয়ার গুজরাট। কিন্তু ব্যাট করতে নেমে মাত্র ৩ বল খেলতেই মুষলধারে বৃষ্টির বাধা পায় ধোনির চেন্নাই। মুষলধারে নামা বৃষ্টি অবশেষে থামার পর নতুন টার্গেট পেয়েছে চেন্নাই, ১৫ ওভারে এখন তাদের লক্ষ্য ১৭১ রান।

এক টুইটে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকায় জিততে হলে চেন্নাইকে ১৫ ওভারে তাড়া করতে হবে ১৭১ । সেইসাথে কমানো হয়েছে পাওয়ার প্লে’র নির্ধারিত ওভারও। ইনিংসের প্রথম ৪ ওভার পাওয়ার প্লে আর গুজরাটের বোলাররা সর্বোচ্চ তিন ওভার করে বল করতে পারবেন বলে জানানো হয়েছে। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ১২.৪০ মিনিটে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply