ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘের বিশেষ দূত অলিভার ডি শাটার

|

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত অলিভার ডি শাটার। সোমবার (২৯ মে) সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাতিসংঘের বিশেষ দূত বলেন, বাংলাদেশে এই আইনের অপব্যবহার করা হচ্ছে। এ আইন সুশীল সমাজের কাজের ক্ষেত্র কমিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ফলে সরকারকে কোনো ধরনের প্রশ্ন করা যায় না। মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের অবমূল্যায়ন ও হেনস্থা যেনো না করা হয়, সেই আহ্বানও জানান তিনি। একইসঙ্গে সঠিক দামে যেনো বাংলাদেশের পোশাক কেনা হয়, ক্রেতা দেশগুলোর প্রতি সেই আহ্বান জানান জাতিসংঘের বিশেষ দূত।

অলিভার ডি শাটার আরও বলেন, বাংলাদেশের ধারাবাহিক উন্নয়ন সব মানুষকে সমান সুবিধা দেয়নি। দারিদ্র্য কমেছে কিন্তু মোটাদাগে বৈষম্য বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply