বাংলাদেশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত: ডা. দীপু মনি

|

যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২৯ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর আয়োজিত তিনদিনব্যাপী ‘স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যাল’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

দীপু মনি বলেন, শিক্ষার বাজেট বাড়ছে। কিন্তু বাজেট পেলেই হবে না, এর সঠিকভাবে কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মপরিকল্পনায় বাংলাদেশ অনেক উচ্চতায় উঠে যাচ্ছে। কিন্তু ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে রূপ নিতে আরও বেশি কাজ করতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে শিক্ষা ব্যবস্থা।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আরও বেশি সৃজনশীল হতে হবে। পরে স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যালের স্টলগুলো ঘুরে দেখেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply