বিদ্যুতের দাম আপাতত বাড়াতে চায় না সরকার: নসরুল হামিদ

|

বিদ্যুতের দাম আপাতত বাড়াতে চায় না সরকার। সেজন্য এ খাতে অতিরিক্ত কর কমাতে এনবিআরকে প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ঘোষিত হতে যাওয়া নতুন অর্থ বছরের বাজেটে এর প্রতিফলন থাকতে পারে বলে আশাবাদী বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (২৯ মে) বিকেলে বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন ধৈর্য ধরতে এ সময় আহ্বান জানান নসরুল হামিদ।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি সবখানেই খারাপ। ধৈর্য ধরতে হবে। কয়লার ব্যবস্থা হচ্ছে। তবে কিছুটা সময় লাগবে। ভর্তুকির অর্থ পরিশোধ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply