পাবনায় মসলার বাজারে ভোক্তা অধিকারের অভিযান, ৫ ব্যবসায়ীকে জরিমানা

|

পাবনা প্রতিনিধি:

পাবনায় মসলার বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (২৯ মে) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মসলার দোকান ও আড়তে পণ্যের মূল্য তালিকা না থাকা এবং ক্রেতাকে ভাউচার না দেয়ায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় নিষিদ্ধ জর্দা বিক্রির দায়ে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়। তাদের কাছ থেকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে ঈদুল আযহাকে সামনে রেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, মূল্য তালিকা রাখা এবং খাদ্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সচেতন করা হয়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply