বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে পড়া রড মাথায় ঢুকে কিশোরের মৃত্যু

|

রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে পড়া রড মাথায় ঢুকে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত ওই কিশোরের পরিচয় এখনও পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১২ বছর।

সোমবার (২৯ মে) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল ওই কিশোর। এ সময় উপর থেকে একটি রড এসে তার মাথায় পড়লে গুরুতর আহত হয় সে। রডটি তার মাথার একপাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে যায়।

সাথে সাথে তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান প্রত্যক্ষদর্শীরা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়। তবে দুপুর পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়। তবে জরুরি বিভাগেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিষয়টি বনানী থানাকে অবহিত করা হয়েছে। মরদেহটি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply