চাঁদপুর, লক্ষ্মীপুর, দিনাজপুর ও শরীয়তপুরে দেড় শতাধিক গ্রামে ঈদ উদযাপন

|

সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আগাম ঈদ উদযাপন করছে অনুসারিরা।

চাঁদপুর, লক্ষ্মীপুর, দিনাজপুর ও শরীয়তপুরে দেড় শতাধিক গ্রামে ঈদুল আজহা উদযাপন হচ্ছে। এসব এলাকায় সকালে ঈদের নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় আল্লাহর দরবারে মোনাজাত করা হয়। পাড়া মহল্লার পাশাপাশি ঈদের জামাত হয়েছে বিভিন্ন ঈদগাহ ও ময়দানে।

একই সাথে লক্ষ্মীপুরের ১০টি গ্রামে ঈদুল আজহা উদযাপন হচ্ছে। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে আল্লাহর রাহে সাধ্যমত পশু কোরবানি করেন আগাম ঈদ উদযাপনকারীরা।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফে ঈদ উদযাপন করা হচ্ছে। দরবার শরিফের দুটি অংশে দুটি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে নয়টায় দরবার শরিফ মাঠে ও সকাল ১০টায় আলহাজ খাজা শাহসুফি সৈয়দ নুরে আক্তার হোসাইন আহাম্মদী নুরী মঞ্জিলে অনুষ্ঠিত হয়। সুরেশ্বর ও পাশবর্তি আরো দশটি গ্রামের মানুষ এ ঈদের নামজে অংশ নেয়। সুরেশ্বর ছাড়াও পার্শ্ববর্তী ১০টি গ্রামের মানুষ ঈদুল আজহা পালন করছেন।

যমুনা অনলাইন:এফএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply