রাষ্ট্রপতির সাথে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

|

লিবিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২৮ মে) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ সম্ভাবনা লিবিয়ার বিনিয়োগকারীদের সামনে তুলে ধরারও নির্দেশ দেন লিবিয়ার রাষ্ট্রদূত খায়রুল বাশারকে।

রাষ্ট্রপ্রধান পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে দুই দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

১৯৮৯ সালের জুনে আবুল হাসনাত কমিশন লাভ করেন। তিনি ১৭ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি এবং সিলেটের এরিয়া কমান্ডার ছিলেন। এছাড়া তিনি বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন।

আবুল হাসনাত কুয়েত ও সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও কাজ করেছেন। তিনি ডিফেন্স স্টাডিজ, সিকিউরিটি স্টাডিজ এবং সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply