বৃষ্টির হানায় বিলম্বিত আইপিএল ফাইনাল; রিজার্ভ ডে গড়াবে ম্যাচ?

|

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের শিরোপার লড়াইয়ে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি ফাইনাল ম্যাচ। আগে থেকেই শঙ্কা ছিল বৃষ্টির। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।

বাংলাদেশ সময় রাত ৮টায় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর আগ থেকেই হায়দরাবাদে হানা দেয় বৃষ্টি।

ভারতীয় আবহাওয়া অধিদফতর আগেই জানিয়েছিল, ফাইনালের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আহমেদাবাদে। বিঘ্নিত হতে পারে আইপিএলের ফাইনাল। প্রয়োজনে পেছাতে হতে পারে খেলা শুরুর সময়। খেলার মাঝেও নামতে পারে বৃষ্টি।

সেই শঙ্কা সত্যি করে আহমেদাবাদের আকাশে নেমেছে বৃষ্টি। ক্রিকইনফো জানিয়েছে, বজ্র-বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বাতাসও আছে। বাতাসের কারণে এরই মধ্যে মাঠের কিছু অংশের কাভার উড়ে যায়। বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় পানিও জমেছে।

ওভার কর্তন ছাড়াই ম্যাচ শুরু করা যাবে বাংলাদেশ সময় রাত ১০টা ৫ মিনিটের মধ্যে। তাহলে পুরো ২০ ওভারই খেলা সম্ভব। বিরতি থাকবে মোট ৩০ মিনিট। আর কমপক্ষে ৫ ওভারের ম্যাচের জন্য কাট অফ টাইম বাংলাদেশ সময় রাত ১২টা ৩৬ মিনিট। তখন বিরতি থাকবে দশ মিনিটের।

সেটা যদি না হয় তাহলেও সমস্যা হবে না। কারণ ফাইনালের জন্য রয়েছে রিজার্ভ ডে। আর সেটা হচ্ছে কাল সোমবার (২৯ মে)। সেক্ষেত্রে আজ যতটুকু ম্যাচ চলবে, কাল সেখান থেকেই ম্যাচ শুরু হতে হবে। টসের পর খেলা না হলেও সেই টসের ফল নিয়ে কাল মাঠে দুই দল মুখোমুখি হবে। শেষ পর্যন্ত রিজার্ভ ডের ম্যাচও যদি পরিত্যক্ত হয় তাহলে বিজয়ী হবে গুজরাট। এক্ষেত্রে লিগ পর্বে চেন্নাইয়ের চেয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকা দল হিসেবে হার্দিকদের বিজয়ী ঘোষণা করা হবে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply